
ফার্স্টক্লাস পৌরসভার থার্ডক্লাস নাগরিক জীবন !
ঝিনাইদহ প্রতিনিধি: প্রতিষ্ঠার ৬৬ বছর পার, তবুও মজবুত ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি ঝিনাইদহ পৌর এলাকায় । ফলে অপরিকল্পিত ড্রেন মহল্লাবাসির জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টি হলেই পাড়া মহল্লা তলিয়ে যায় পানির নিচে। শহরের ছোট বড় সব খাল, পুকুর ও নালা ভরাট করে বাড়ি তৈরী করা হয়েছে। তাই পানি বের হওয়ার কোন রাস্তা নেই। তাই…