
প্রতিবেশির সাথে জমি নিয়ে বিরোধের একদিন পরই হার্ট এ্যাটাকে বৃদ্ধের মৃত্যু
ভোলা দক্ষিণ প্রতিনিধি: একদিনে আগে প্রতিবেশির সাথে জমি নিয়ে মারামারি। পরদিন রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যবরণ করেন বৃদ্ধ আবদুল আলী। যিনি জীবদ্দশায় এলাকায় কারো মৃত্যু হলে কবর খুড়তেন, আজ তার খবর খুড়েছে প্রতিবেশিরা। ভোলার লালমোহন চরভূতা ইউনিয়নের ৬নং ওয়ার্ড হরিগঞ্জ এলাকার হিম্মত আলী বাড়ির আব্দুল আলী মঙ্গলবার রাতে মারা যান। নিজ বাড়িতে বুকে ব্যথা…