
পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির সামরিক কমান্ডার হানিফ দুই সঙ্গীসহ নিহত
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির সামরিক কমান্ডার দুই সঙ্গীসহ নিহত হয়ছেন। নিহতরা হলেন-নিষিদ্ধ ঘোষিত সংগঠন পুর্ববাংলার কমিউনিষ্ট পার্টির সামরিক কমান্ডার হরিণাকুন্ডু উপজেলার আহাদনগর গ্রামের রাহাজ উদ্দীনের ছেলে অসংখ্য হত্যা মামলার আসামী হানেফ আলী (৫২),তার শ্যালক একই উপজেলার শ্রীরামপুর গ্রামের উম্মাদ আলীর ছেলে লিটন (৩৫) ও কুষ্টিয়া সদর উপজেলার পিয়ারপুর গ্রামের আরজাদ আলীর ছেলে…