
পিরোজপুরে পুকুরে মিললো আটলান্টিক সাগরের „টারপোন“ মাছ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরে পুকুরে মিললো আটলান্টিক মহাসগরের ‘টারপোন’ মাছ। শুক্রবার (২১মে) এ মাছটি পাওয়া গেছে পৌর শহরের শিকারপুর এলাকার তানভীর আহম্মেদের পুকুরে। ওই পুকুর মালিক তানভীর আহম্মেদ জানান, ওই দিন সকালে বড় ভাই (স্ত্রী’র ভাই) মো. আজাদ হোসেন জাল দিয়ে বাড়ির ব্যবহৃত পুকুরে মাছ ধরতে গিয়ে তার জালে ধরা পড়ে। অন্যান্য মাছ ধরার পরে…