
পরিত্যাক্ত সামগ্রী দিয়ে আধুনিক ব্যায়ামাগার
শেখ ইমন ঝিনাইদহ প্রতিনিধি: হাতের কাছে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইট-বালি, মাটি-সিমেন্ট, প্লাস্টিকের পাইপ, বোতল, গাছের ডাল, বাঁশ-খুঁটি সহ পরিত্যাক্ত সব সামগ্রী হলো জিমের সরঞ্জাম। এসব দিয়ে গ্রামে বসেই এপি পলাশ নামের এক তরুণ ভিন্ন আঙ্গিকে উদ্ভাবন করেছে ডাম্বেল, বারবেল, পুলআপ বার, দঁড়িলাফ সহ আধুনিক জিম বা ব্যায়ামাগারের সব যন্ত্রপাতি। তার সাথে একদল তরুণ টেকনোলজি কে টেক্কা…