
নূরীর সময় চলছে কেমন
লীলা দেউরী, পিরোজপুরঃ নূরী নামে সাধারণ ভাবে আমারা যা চিনি “পাথর”। নূরী নামের অর্থ উজ্জ্বল। নূরী নামের আরবি অর্থ উজ্জ্বল বা ভাল বা আলো। কিন্তু এই নামের সাথে যার জীবনের কোন মিল নাই। নূরী নামকে পাথর বলেই ভাবতে দোষ কী? এই পাথর যখন যার হাতে থাকে, সে নানান রুপে মূল্যবান করে গড়ে তুলতে পারে। যদি…