
নিউইয়র্ক তায়কোয়ান্দ ও বক্সিংয়ে সোনা জিতলেন বাংলাদেশের আয়াস ওয়াফাহ
রিজওয়ানা এলভিস: নিউইয়র্ক ইউনাইটেড তাইকোয়ান্দ ও কিক বক্সিং টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসাবে চারটি ইভেন্টে সোনার পদক জিতেছেন আয়াস ওয়াফাহ। শনিবার নিউইয়র্কের করনায় সেন্ট লিও চার্চে একদিনের এই টুর্নামেন্টের আয়োজন করে নিউইয়র্ক স্টেট। আয়াস বলেন, যুক্তরাষ্ট্রে এমন ইভেন্টে অংশগ্রহন করা এবং একমাত্র বাংলাদেশি হিসেবে বোর্ড ব্রেকিং, স্পিড কিক, স্প্যারিং এবং এক্স টুতে গোল্ড ম্যাডেল পাওয়া সৌভাগ্যের,…