
ওমিক্রোন আক্রান্তের হার বাড়ছে, দেশের অবকাঠামো নিয়ে উদ্বিগ্ন অস্ট্রিয়ার চ্যান্সেলর
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার (ÖVP) বলেছেন, ওমিক্রোনের সংক্রমণের অস্বাভাবিক বিস্তার দেশে সঙ্কট তৈরি করতে পারে। তিনি বলেন, বেশিরভাগ নাগরিকের আইসোলেশন ও কোয়ারেন্টাইনের ফলে দেশের অর্থনৈতিক অবকাঠামো নিয়ে চিন্তিত তার সরকার। সরকার প্রধান নেহামারের মতে, অস্ট্রিয়ায় এখনও করোনা মহামারী শেষ হয় নি। চ্যান্সেলর কার্ল নেহামার অস্ট্রিয়ার জনপ্রিয় সাপ্তাহিক রাজনৈতিক ম্যাগাজিন খ্যাত Profil…