
দেশি-বিদেশি পাখির কলরবে মুখর হয়ে থাকে উকরি’র বিল
ঝিনাইদহ প্রতিনিধিঃ বিস্তীর্ণ জলরাশির মাঝে মাঝে শাপলা, শালুক আর পদ্ম পাতা। সেই পদ্ম পাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে বক, রাঙা ময়ূরী, ছোট স্বরালী, সারশ, গাঙচিল, পানকৌড়ি, ককসহ নানা প্রজাতির দেশি-বিদেশী হাজার হাজার পাখি। কখনও জলকেলি আবার কখন মুক্ত আকাশে বেড়াচ্ছে দলবেঁধে। আবার কখনও মাছ শিকারের জন্য থাকছে ওৎ পেতে। ভোর থেকে সন্ধ্যা অবধি পাখির এমন…