
দুই বছর পর কোন বিধিনিষেধ ছাড়াই ভিয়েনায় নববর্ষ উদযাপনের পরিকল্পনা
নববর্ষের প্রাক্কালে ভিয়েনার গণপরিবহন সংস্থা Wiener Linien সাবওয়ে, বাস এবং ট্রামওয়ের সারারাতের সময়সূচী ঘোষণা ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভিয়েনার গণপরিবহন সংস্থা Wiener Linien এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নববর্ষের রাতের অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২২ থেকে ১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত সারারাত গণপরিবহন খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছে। সাধারণত ভিয়েনায় সব সময় সপ্তাহান্তে দুইদিন ও ছুটির…