
তীব্র গরমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা টাঙ্গাইলের শীতল পাটি শিল্পীদের
টাঙ্গাইল প্রতিনিধিঃ বহুকাল ধরে ঐতিহ্যের সাথে শীতল পাটি তৈরি করে আসছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাটি শিল্পীরা ।এসব পাটি গুনে মানে উন্নত ও আকর্ষণীয় ডিজাইনের হওয়ায় কালক্রমে দেশজুড়েই জনপ্রিয়তা অর্জন করে । অথচ আধুনিক যুগে এসে নানা প্রতিকূলতার মধ্যে শীতল পাটির কদরে অনেকটাই ভাটা পড়ে । ফলে বিপাকে পড়ে এ অঞ্চলের পাটি শিল্পীরা । তবে এ…