
তজুমদ্দিনের মেঘনা নদীতে ১৫ জেলে অপহরন
ভোলা প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে জেলেদের ট্রলারে হানা দিয়েছে জলদস্যুরা১৫ জেলেকে অপহরন করে নিয়ে গেছে। শুক্রবার(২ ডিসেম্বর) ভোররাতে উপজেলার মেঘনার চর মোজাম্মেল সীমানায় এ ঘটনা ঘটে। অপহৃত জেলেদের মধ্যে প্রাথমিকভাবে ১১ জেলের নাম পাওয়া গেছে। তারা হলেন, আলাউদ্দিন মাঝি, সালাউদ্দিন, ইউসুফ,হাসান,খোকন, আকবর, মিরাজ, হান্নান,লোকমান মাঝি,, হাশেম মাঝি, আরিফ মাঝি। এরা স্লুইজ ঘাট ও চৌমুহনী…