
অস্ট্রিয়ায় করোনার নতুন ভাইরাস ওমিক্রোন, ডেল্টা ভাইরাসের স্থলাভিষিক্ত
অস্ট্রিয়ার করোনার টাস্ক ফোর্স GECKO আগামী বৃহস্পতিবার সরকার ও রাজ্য গভর্নরদের সাথে ওমিক্রোন ভ্যারিয়েন্ট নিয়ে আলোচনায় বসছে ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার এজেন্সি ফর হেলথ অ্যান্ড ফুড সেফটি (AGES) সংস্থার পরিসংখ্যান অনুসারে গত বছরের শেষ সপ্তাহে অস্ট্রিয়ায় ওমিক্রোনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৩৬০ জনে,আর ডেল্টা ২,৯১৫ জন। আজ সোমবার অস্ট্রিয়ার এজেন্সি ফর হেলথ অ্যান্ড ফুড সেফটি(AGES) এক…