
টাঙ্গাইলে কোটি কোটি টাকা মূল্যের সরকারি বালু লুটের অভিযোগ !
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নিউ ধলেশ^রী নদীর কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বেলটিয়া এলাকায় দরপত্র আহ্বানকৃত পাউবো উত্তোলিত ড্রেজড ম্যাটারিয়াল(বালু) স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ বালুখেকোরা লুট করে বিক্রি করার অভিযোগ ওঠেছে। জানা যায়, যমুনার পেট চিরে বয়ে যাওয়া নিউ ধলেশ্বরী নদীর উৎসমুখের(অফটেক) পাশ থেকে নাব্যতা ফিরিয়ে আনয়নের লক্ষে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিং বিভাগ নদীর বালু উত্তোলনের পর…