
ঝিনাইদহে খড় বোঝায় লাটা উল্টে চালক নিহত
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে খড়ের গাড়ি উল্টে শাকিল হোসেন (২৩) নামের এক লাটা (শ্যালো মেশিন চালিত স্থানীয়ভাবে তৈরি) চালক নিহত হয়েছে। নিহত শাকিল কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মো. মশিয়ার খার ছেলে। আজ বৃহস্পতিবার সকালের দিকে উপজেলা খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের বাবা মশিয়ার খা জানান, সকালে গ্রাম থেকে ধানের খড় বোঝায় করে কুষ্টিয়া নিয়ে…