
জনগণ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করবেন সেই পরিস্থিতি দেশে নেই: রিজভী
কুড়িগ্রাম: বিএনপির সিনিয়র যুগ্শ মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন শেখ হাসিনার রাবার স্টাম্পের মত। এরা অবৈধ ফলাফল বৈধতা দেবার জন্য সিল মোহর হিসেবে কাজ করছে। দেশব্যাপী চলমান পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশি তান্ডবের প্রতিবাদে শনবিআর (১৬ জানুয়ারি) কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এসব কথা বরেন তিনি। রিজভী বলেন, নূরুল হুদার…