
অস্ট্রিয়ার নতুন সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার ইইউর শীর্ষ নেতৃবৃন্দের সাথে সাক্ষাত সম্পন্ন করেছেন
ভিয়েনা ও বুর্গেনল্যান্ড করোনার “লাল জোন” থেকে “কমলা জোনে” স্থানান্তরিত ইউরোপ ডেস্কঃ সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন, আজ বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অস্ট্রিয়ার নতুন সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার (ÖVP) ইইউ শীর্ষ সম্মেলনে ইউরোপীয় কমিশন প্রধান সহ বিভিন্ন সদস্য দেশের সরকার প্রধানের সাথে তার প্রাথমিক পরিচয় পর্ব শেষ করেছেন। আজ ইইউর শীর্ষ সম্মেলনে অস্ট্রিয়ার নতুন চ্যান্সেলর…