
চর পাতিলার দূর্গত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ চরফ্যাসনের চর পাতিলায় রিমেল দূর্গত ৫শ পরিবারের মধ্যে চাউলসহ জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মো.সালেক মুহীত গতকাল বুধবার দুপুরে চর পাতিলা বাজারে ক্ষতিগ্রস্তদের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। কুকরী-মুকরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম মহাজন এসময় উপস্থিত ছিলেন। কুকরী-মুকরী ইউপি চেয়ারম্যান হাসেম মহাজন জানান, রিমেলের তান্ডবে সাগর মোহনার…