
ঘূর্ণিঝড় ইয়াসঃচরফ্যাসনের ঢালচরসহ কয়েকটি চরের গরু,মহিষ ভেসে গেছে
চরফ্যাসন(ভোলা) : ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে অন্তত ১৫ শতাধিক গরু, মহিষ পানির সাথে ভেসে গেছে। ভেসে যাওয়া এসব গবাদি পশু লবনাক্ত বিষাক্ত পানি পান করেছে। তাই প্রতিদিন মারা যাচ্ছে ২৫ থেকে ৩০টি গবাদি পশু। বনের ভিতর পড়ে থাকতে আর পানিতে ভাসতে দেখা গেছে এসব মরা পশু। বঙ্গোপসাগর মোহনার উত্তাল মেঘনা পাড়ি দিলেই ভোলা চরফ্যাসনের ঢালচর…