
চরফ্যাসনে পানিতে ভাসছে ঘরের চাল, ভাসছে মানুষ ও গবাদিপশু
চরফ্যাসন প্রতিবেদকঃ পরিস্থিতিকে লন্ডভন্ড বললেও কম বলা হবে, উতাল- পাতাল বাতাস আর ঝড়ো হাওয়ায় রীতিমতো তছনছ হয়ে গেছে চারপাশ। ঘরের চাল উড়ে কোথায় চলে গেছে জানেন না বাসিন্দারা। তীব্র বাতাসের তোরে খোলা আকাশের নিচে থাকার ও উপায় নেই। আবার হয়তো চাল উড়ে যায়নি কিন্ত ঘরের মধ্যে ঢুকে পড়েছে পানি তাতে ভেসে গেছে বিছানা বালিশ ও…