
ভোলার চরফ্যাসনের কৃষিক্ষেত্রে সবজিবিপ্লব শুরু হয়েছে
শহিদুল ইসলাম জামাল, চরফ্যাসন ( ভোলা): কয়েক বছর ধানের বাজার মূল্য কম থাকায় কৃষকরা সবজি চাষে ঝুঁকেছে। উপযুক্ত প্রশিক্ষণ, বীজ ও সারের যোগান এবং কৃষি অফিসের নিবিড় পর্যবেক্ষণ জোরদার থাকায় এখানে সবজি চাষ যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি কৃষকরা ও উৎপাদিত সবজির কাঙ্খিত মূল্য পাচ্ছেন। সব কিছু অনুকূলে থাকায় অধিক বৃষ্টি ও জোয়ার প্রবণ চরফ্যাসনের কৃষিক্ষেত্রে…