
আজ ক্রিসমাস ডে বা শুভ বড়দিন
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন (ক্রিসমাস) কবির আহমেদঃ আজ শনিবার দিবাগত রাতে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান ধর্মাবলম্বীদের (ক্যাথলিক) প্রধান ধর্মীয় উৎসব ক্রিসমাস (বাংলায় বড়দিন) পালন করছে। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই দিনে মধ্যপ্রাচ্যের জেরুজালেমের বেথেলহামে যীশু খ্রিস্টের (হযরত ঈসা আ:) জন্ম হয়। অবশ্য রাশিয়া সহ পূর্ব ইউরোপের কিছু দেশ এবং আফ্রিকার কিছু দেশের…