
অস্ট্রিয়ায় করোনায় চার বছরের শিশুর মৃত্যু
সোমবার বাসায় করোনার এন্টিজেন পরীক্ষায় পজিটিভ এবং মঙ্গলবার হাসপাতালে মৃত্যুবরণ ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার জনপ্রিয় দৈনিক OE24 জানিয়েছেন, NÖ রাজ্যের Zwettl জেলার ক্লিনিকে গত মঙ্গলবার চার(৪) বছরের অ্যাঞ্জেলো করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।অস্ট্রিয়ায় মহামারী করোনায় এটাই সবচেয়ে কম বয়সের মৃত্যুবরণ। খবরে বলা হয়েছে, অস্ট্রিয়ার Niederösterreich(NÖ) রাজ্যের Waidhofen জেলায় ৩২ বছর বয়স্ক অ্যাঞ্জেলোর মা গত…