
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বার্সেলোনায় স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্সের আংশিক কমিটি গঠিত
বার্সেলেনা থেকে মহিউদ্দিন হারুন: ‘এগিয়ে যাবো নতুন বিশ্বায়নের যুগে’-এ প্রত্যয় ব্যক্ত করে ১১ই জুন ২০২৩ রবিবার বার্সেলোনা রাভালের স্হানীয় ফ্রাগুয়া গ্রিল রেষ্টুরেন্টে স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স (বিসনেস ক্লাব, বার্সেলোনা)-এর আংশিক কমিটি নির্বাচিত করা হয়। অহ্বায়ক কমিটির আহ্বান করা বিশেষ সাধারণ সভায় সংগঠনরর সদস্য সচিব মিরন নাজমুলের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ডক্টর নজরুল ইসলাম…