
ভোলার চরফ্যাসন উপকূলের প্রজননক্ষেত্রে জাটকা সংরক্ষণে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
শহিদুল ইসলাম জামাল, চরফ্যাসন (ভোলা): চরফ্যাসন উপকূলের ইলিশের প্রজননক্ষেত্র এবং অভয়াশ্রমে জাটকা সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যহত আছে।নিষিদ্ধ জাল বিনষ্ট, জেলে আটক, মামলা ও জরিমানার নানানমূখী তৎপরতার কারণে উপকূল জুড়ে বিস্তৃত ইলিশ প্রজননক্ষেত্র ওঅভয়াশ্রমে বেড়ে উঠা জাটকা ইলিশের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। উপজেলা মৎস্য বিভাগ জানিয়েছে,গত ১ ডিসেম্বর থেকে চলতি ২৩ জানুয়ারী…