
উচ্চফলনশীল জাতের ব্রি ধান-৮৭ চাষে কৃষকের মুখে হাসি
ভোলা প্রতিনিধি: উচ্চফলনশীল জাতের ব্রি ধান-৮৭ চাষে সফলতা পেয়েছেন ভোলার তজুমদ্দিনের কৃষকরা। অন্য ধানের চাইতে এ ধান সংগ্রহ করতে সময় এবং অর্থ কম হওয়ায় কৃষকদের মাঝেও দেখা দিয়েছে স্বস্তি। এতে করে হাসি ফুটেছে উপজেলায় ব্রি ধান-৮৭ চাষ করা কৃষকদের মুখে। ইতোমধ্যে কেউ ধান কেটে ঘরে তুলেছেন, আবার কেউ ব্যস্ত ধান কাটায়। যার জন্য মাঠে মাঠে…