
ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি মারা গেছেন
অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শোক প্রকাশ ইউরোপ ডেস্কঃ ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী, ধনকুবের এবং মিডিয়া টাইকুন সিলভিও বারলুসকোনি ৮৬ বছর বয়সে মিলানে মারা গেছেন। জার্মানির প্রেস এজেন্সির একজন মুখপাত্রের মতে সোমবার ৮৬ বছর বয়সে তিনি মারা যান। ইতালীয় মিডিয়া এর আগে মিলানের একটি হাসপাতালে বারলুসকোনির মৃত্যুর খবর জানিয়েছিল। গত কয়েক দশকে,…