
ইতালিতে প্রথম বাংলাদেশী, চিকিৎসা বিজ্ঞানী হতে যাচ্ছেন জুয়াইরিয়া
বিশেষ প্রতিনিধি, ইতালিঃ জুয়াইরিয়া উদ্দিন দেখা। দেশের বাড়ি বরিশালে। মাত্র ৪ বছর বয়সে বাবা মোঃ আকতার উদ্দিন এবং মা জেসমিন আক্তারের সাথে ইতালি আসেন। দেখার শিক্ষা জীবন শুরু হয় ভেনিসের চেজারে বাত্তিসতি স্কুল থেকে। ছোট সময় থেকে দেখা প্রচন্ড মেধানী ছিলেন। জুলিয়া চেজারে স্কুলে মাধ্যমিক করার সময় থেকে তার মেধায় মুগ্ধ হতে শুরু করেন ক্লাস…