
ইউনিয়ন পরিষদে জুয়ার আসর
ঝিনাইদহ প্রতিনিধিঃ সারাদিন চলে ইউনিয়ন পরিষদের যাবতীয় কাজ। সেবা গ্রহীতারা ছুটে আসেন নানা কাজে। কাঙ্খিত সেবা মিললেই চলে যান। সারাদিনই একপ্রকার কর্মব্যস্ত সময় কাটে সেবা দাতাদের। তবে রাত হলেই পাল্টে যায় চিত্র। চলে জুয়ার আসর। কখনো ইউনিয়ন পরিষদের রুমে,আবার কখনো পরিষদের সাথে থাকা চায়ের দোকােন। সুবিধামত স্থান পাল্টান তারা। আর এসবের শেল্টার দেন ওই ইউনিয়ন…