
পর্তুগালে ইউএনএওসি গ্লোবাল ফোরামে যোগদান করবেন পররাষ্ট্র উপদেষ্টা
ইবিটাইমস ডেস্ক: পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন পর্তুগালের উপকূলীয় শহর ক্যাসকেসে আগামী ২৫ থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠেয় জাতিসংঘের দশম অ্যালায়েন্স অফ সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্লোবাল ফোরামে বাংলাদেশের নেতৃত্ব দেবেন। উপদেষ্টা রোববার লিসবনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সেখানে তিনি ‘ইউনাইটেড ইন পিচ: রিস্টোরিং ট্রাস্ট রিসহেপিং দ্য ফিউচার রিফ্লেক্টটিং অন টু ডিকেড্স অব ডায়লগ ফর হিউমিনিটি’ শীর্ষক…