
ইইউর জ্বালানি শক্তির বাজারের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার আহ্বান ফান ডার বেলেনের
ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ অস্ট্রিয়ার ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ফান ডার বেলেন ইউরোপীয় শক্তির বাজারে নিয়ন্ত্রক হস্তক্ষেপের দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। অস্ট্রিয়ার ফেডারেল প্রেসিডেন্ট ভবন হফবুর্গে জ্বালানি নীতি নিয়ে এক আলোচনার পর ফেডারেল প্রেসিডেন্ট বলেন, “আমাদের ইইউ শক্তির বাজারকে নিয়ন্ত্রণে ফিরিয়ে আনতে হবে।” অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে সম্প্রতি অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ভবনে অস্ট্রিয়ার জ্বালানি সংস্থা Verbund এর…