
আজ আকাশে এক সারিতে দাঁড়াবে ৬ গ্রহ, খালি চোখেই দেখা যাবে
পরপর ৬টি গ্রহকে একই সারিতে দেখার বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে পৃথিবী আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি নাসা সহ অন্যান্য মহাকাশ সংস্থা জানিয়েছে, সূর্যের ছয়টি গ্রহ কাছাকাছি আসতে চলেছে ৩ জুন সোমবার। পৃথিবী থেকে এই ছয়টি গ্রহকে এক সারিতে দেখা যাবে। বাংলাদেশ থেকেও দেখা যাবে এ দৃশ্য। একই সারিতে আসবে বুধ, বৃহস্পতি, শনি, মঙ্গল, ইউরেনাস এবং নেপচুন।…