
টাঙ্গাইল পৌরসভা লুট হচ্ছে ২২টি খাল, অস্তিত্ব নেই পাঁচটির
টাঙ্গাইল প্রতিনিধিঃ ‘নদী-চর, খাল, বিল, গজারির বন- টাঙ্গাইল শাড়ি তার গরবের ধন’- এ বচনটি টাঙ্গাইলবাসীর কাছে অনেকটা ফিকে হয়ে আসছে। ইতিহাস-ঐতিহ্যে গৌরবদ্বীপ্ত টাঙ্গাইল শহরের ২৭টি খালের মধ্যে পাঁচটি লুটেরাদের দৌরাত্মে ইতোমধ্যে অস্তিত্ব হারিয়েছে। প্রভাবশালী ভূমিদস্যুরা ২২টি খাল লুটের প্রতিযোগিতায় নেমেছে। জানা যায়, মানব সৃষ্ট উন্মুক্ত জলপ্রবাহ খাতকে খাল বলা হয়। খাল দুই ধরনের হয়ে থাকে-…