
অস্ট্রিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে রেলের পর এবার নন-ফুড দোকানপাটে ধর্মঘট
নন ফুড দোকানপাট শ্রমিক ইউনিয়ন সকলের জন্য মূল বেতন (Brutto) €২,০০০ ইউরো করার দাবি জানিয়েছে ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ গতকাল সোমবার (২৮ নভেম্বর) বেতন বৃদ্ধির দাবিতে সমগ্র অস্ট্রিয়ায় রেল ধর্মঘটের একদিন পর আজ অস্ট্রিয়ার নন-ফুড দোকানপাট দুইদিনের ধর্মঘটের হুমকি দিয়েছে। অস্ট্রিয়ান সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আসন্ন ক্রিসমাসের আগে লোকজনের কেনাকাটা সপ্তাহান্তে বন্ধ থাকতে পারে। ভিয়েনার জনপ্রিয়…