
অস্ট্রিয়ার দানিউব নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রাথমিক খবরে বলা হয়েছে,উদ্ধারকৃত মরদেহ একজন বৃদ্ধ মানুষের ভিয়েনা ডেস্কঃ বৃহস্পতিবার (১৭ আগষ্ট) বিকালে অস্ট্রিয়ার লোয়ার অস্ট্রিয়া (NÖ) রাজ্যের মেল্ক (Melk) জেলার দানিউব (Donau) নদীর পাড় দিয়ে হেঁটে যাবার সময় এক যুবক নদীর কিনারায় উক্ত মরদেহ দেখে পুলিশকে ফোন করে খবর দেয়। খবর পেয়ে মেল্ক জেলার একাধিক টহল পুলিশের গাড়ি,ফায়ার ব্রিগেড ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়।…