
অস্ট্রিয়ার অর্থ মন্ত্রীর ড্রাইভিং লাইসেন্স বাতিল
ট্রাফিক আইনের নির্ধারিত গতির চেয়ে দ্রুতগতিতে গাড়ি চালানোর অপরাধে অর্থমন্ত্রী ম্যাগনাস ব্রুনারের (ÖVP)ড্রাইভিং লাইসেন্স চার সপ্তাহের জন্য বাতিল ভিয়েনা ডেস্কঃ মঙ্গলবার (৯ জানুয়ারী) অস্ট্রিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। অস্ট্রিয়ার জনপ্রিয় দৈনিক কুরিয়ার (KURIER) জানায়, অর্থমন্ত্রী তার নিজ রাজ্য ফোরালবার্গে (Vorarlberg) একটি মোটরওয়েতে (হাইওয়েতে) নির্ধারিত গতির চেয়ে বেশী গতিতে তার বিএমডব্লিউ গাড়ি চালানোর সময়…