
অস্ট্রিয়ায় ৩০০ টিরও বেশি খুচরা দোকানে সতর্কতামূলক ধর্মঘট শুরু
সম্মিলিত যৌথ চুক্তির (Kollektivverträge) আলোচনায় অগ্রগতি না হওয়ায় খুচরা দোকানে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এক ঘন্টা করে সতর্কতামূলক ধর্মঘট থাকবে ভিয়েনা ডেস্কঃ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানায়, বাণিজ্যিক কেভি(KV) নিয়ে আলোচনার তৃতীয় দফায় বৃহস্পতিবার জিপিএর প্রধান আলোচক হেলগা ফিচটিঙ্গার বলেছেন, বইয়ের দোকান থেকে শুরু করে বড় ফ্যাশন চেইন থেকে সুপারমার্কেট পর্যন্ত সমস্ত…