
অস্ট্রিয়ায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি
এবছরের শুরুতেই জ্বালানি তেলের দাম প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে ভিয়েনা ডেস্কঃ শনিবার (১ ফেব্রুয়ারি) অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ অস্ট্রিয়ান অটোমোবাইল, মোটরসাইকেল এবং ট্যুরিং ক্লাবের (ÖAMTC) এক বিজ্ঞপ্তিতের উদ্ধৃতি দিয়ে জানায়, বছরের শুরুতে জ্বালানি তেলের দাম বেড়েছে। ÖAMTC আরও জানায়,জানুয়ারী মাসে পেট্রল এবং ডিজেলের দাম লিটার প্রতি ছয় সেন্টের বেশি বেড়েছে। এই দাম বৃদ্ধির ফলে ২০২৫…