
অস্ট্রিয়ায় আগামী এপ্রিল মাস থেকে বাসা ভাড়া বাড়ছে ৬ শতাংশ
অস্ট্রিয়ার প্রধান বিরোধীদল সোস্যালিস্ট পার্টি অস্ট্রিয়া (SPÖ) সরকারকে গত বছরের ন্যায় এবছরও বাসা ভাড়া বৃদ্ধি স্থগিতের অনুরোধ ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার রাস্ট্রায়ত্ব টেলিভিশন ORF জানিয়েছেন আগামী ১ এপ্রিল থেকে অস্ট্রিয়ায় বাসা ভাড়া প্রায় শতকরা ৬ শতাংশ বাড়বে। বিরোধীদল SPÖ এর সভানেত্রী পামেলা রেন্ডি-ভাগনার এক বিবৃতিতে বলেন, আমরা ভাড়াটেদের রেহাই দিতে চাই যে!বিদ্যুৎ, গরম, খাবার-সবকিছুই বেশি দামি…