
অস্ট্রিয়ায় অক্টোবর মাসে বেকারত্বের সংখ্যা কিছুটা বেড়েছে
অক্টোবর মাসে সমগ্র অস্ট্রিয়ায় বেকারের সংখ্যা বা কর্মহীন মানুষের সংখ্যা ৩,৭২,০০০ সোমবার (৪ নভেম্বর) শ্রমমন্ত্রী মার্টিন কোচার (ÖVP) তৃতীয় ত্রৈমাসিকের জন্য Wifo GDP অনুমানের প্রসঙ্গে একটি সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের পূর্বশর্ত শ্রমবাজারে “স্থিতিশীলতা”। তিনি আরও বলেন, দুর্বল অর্থনৈতিক উন্নয়ন শ্রমবাজারে চাপ সৃষ্টি করছে। অক্টোবরের শেষে, শ্রম মন্ত্রণালয়…