
অভিনেত্রী হিমু প্রেমিকের সামনেই আত্মহত্যা করেন-প্রেমিক রাফি
স্টাফ রিপোর্টারঃ অভিনেত্রী হোমায়রা হিমুর প্রেমিক জানান, হিমু যখন আত্মহত্যা করেছে। কারন হিমু যখন আত্মহত্যা করেন, তখন তার সামনে বিছানায় বসে দেখছিলেন প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন রাফি। এর আগে হোমায়রা হিমু তিন থেকে চারবার আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। কিন্তু তার প্রেমিক তাতে পাত্তা দেননি। গ্রেফতারের পর RAB এর জিজ্ঞাসাবাদে এমনটি জানান জিয়াউদ্দিন। হোমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা…