
ইতালি,ইইউর (EU) প্রথম দেশ রাশিয়ান “স্পুটনিক ভি” ভ্যাকসিন তৈরীর অনুমোদন
ইতালি প্রতিনিধিঃ আগামী জুলাই মাস থেকেই ইতালিতে রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি উৎপাদন শুরু হবে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছেন, রাশিয়ান রাষ্ট্রীয় তহবিল আরডিআইএফ এর সার্বিক সহায়তায় ইতালীয়-সুইস ফার্মাসিউটিক্যাল সংস্থা অ্যাডিয়েন এই “স্পুটনিক ভি” ভ্যাকসিন ইতালিতে আগামী জুলাই মাস থেকে উৎপাদন শুরু করার ব্যাপারে ঐক্যমত হয়েছে। সংবাদ সংস্থাকে ইতালীয়-রাশিয়ান চেম্বার অফ কমার্সের মুখপাত্র এর সত্যতা নিশ্চিত…