ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় ঘূর্নিঝড় ইয়াস এর প্রভাবে ১ লাখ ৪৯ হাজার মানুষ দুর্গতির শিকার হয়েছে এবং পানিতে ডুবে ২ জন শিশুর মৃত্যু হয়েছে।
জেলায় ৫০ টি বাড়িঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। জেলায় নদী তীরবর্তী ৪ কি: মি: ভেরিবাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে। ২১৩৯ টি পুকুর ও ২০১ হেক্টরের মাছের ঘের এবং মাছ চাষের ৩২ লাখ পোনা ভেসে গিয়ে ২ কোটি ৮০ লাখ ৯৭ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের কোন ক্ষয়-ক্ষতি হয়নি বরং পানির কারণে শুকিয়ে যাওয়া আউশ আবাদের ক্ষেতে পানি বৃদ্ধি পাওয়ায় প্রায় ভেস্তে যাওয়া আউশ আবাদ রক্ষা সংগ্রহ করছেন।
ঝালকাঠি রাজাপুর উপজেলার রড়ইয়া গ্রামে খায়রুল আকনের কন্যা সাকিরা আক্তার (৪) ও একই উপজেলার শুক্তাগর ইউনিয়নের পিংড়ি মৃত্যু হয়েছে।
জেলার ত্রাণ ও পূনর্বাসন বিভাগের ক্ষয়-ক্ষতির তথ্য বিবরণীতে এই তথ্য রয়েছে। ঘূনিঝড় ইয়াসের কারণে প্লাবিত হওয়া এলাকায় এখনও মানুষ পানিবন্দি রয়েছে এবং মানুষের জনজীবন ব্যহত হচ্ছে।
বাধন রায়/ ইবি টাইমস