ভিয়েনা ০১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ভোলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের মানববন্ধন ও প্রতিবাদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
  • ১১ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও হয়রানি মূলক মামলা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভোলায় কর্মরত সকল সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে প্রেসক্লাব হল রুমে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ভোলা প্রেসক্লাব আয়োজিত প্রতিবাদ সভায় প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক মু. শওকাত হোসেন, জুন্নু রায়হান, অমিতাভ অপু, হাসিব রহমান, মো. মনিরুল ইসলাম, মেজবাহ উদ্দিন শিপু, এম হেলাল উদ্দিন, আফজাল হোসাইন, এম ছিদ্দিকুল্লাহ, ইকরামুল আলম, সাব্বির আলম প্রমূখ। বক্তারা সচিবালয়ের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, রোজিনা ইসলামকে হেনস্থা মানে স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা। রোজিনা ইসলামের হাতে হাতকড়া মানে সংবাদ মাধ্যমকে শিকল পরানো। রোজিনা ইসলামকে যারা হেনস্তা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

বক্তারা আরও বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে কিছু অসাধু সরকারি কর্মকর্তাই যথেষ্ট। প্রশাসনের অভ্যন্তরে থাকা অতি-উৎসাহী কিছু কর্মকর্তার রোষানলে পড়েছে সাংবাদিকরা। সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কিভাবে হেনস্তা হয়েছে, তা সারাদেশ দেখেছে। সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যে আচরণ করা হয়েছে তাতে আমরা মর্মাহত। এটা সংবাদপত্র শিল্পের কণ্ঠরোধের সামিল। আমরা এ ধরনের ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি দাবি করছি।’ একই সাথে অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে হুঁশিয়ারি দেন বক্তারা।

এছাড়াও এক যোগে ভোলার সাত উপজেলায় রোজিনার ইসলামকে হেনস্তা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। এর আগে সকাল ১০ টায় প্রেসক্লাবের সামনে ভোলা প্রথম আলো বন্ধু সভার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ভোলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের মানববন্ধন ও প্রতিবাদ

আপডেটের সময় ০৯:১৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১

ভোলা প্রতিনিধিঃ প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও হয়রানি মূলক মামলা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভোলায় কর্মরত সকল সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে প্রেসক্লাব হল রুমে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ভোলা প্রেসক্লাব আয়োজিত প্রতিবাদ সভায় প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক মু. শওকাত হোসেন, জুন্নু রায়হান, অমিতাভ অপু, হাসিব রহমান, মো. মনিরুল ইসলাম, মেজবাহ উদ্দিন শিপু, এম হেলাল উদ্দিন, আফজাল হোসাইন, এম ছিদ্দিকুল্লাহ, ইকরামুল আলম, সাব্বির আলম প্রমূখ। বক্তারা সচিবালয়ের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, রোজিনা ইসলামকে হেনস্থা মানে স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা। রোজিনা ইসলামের হাতে হাতকড়া মানে সংবাদ মাধ্যমকে শিকল পরানো। রোজিনা ইসলামকে যারা হেনস্তা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

বক্তারা আরও বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে কিছু অসাধু সরকারি কর্মকর্তাই যথেষ্ট। প্রশাসনের অভ্যন্তরে থাকা অতি-উৎসাহী কিছু কর্মকর্তার রোষানলে পড়েছে সাংবাদিকরা। সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কিভাবে হেনস্তা হয়েছে, তা সারাদেশ দেখেছে। সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যে আচরণ করা হয়েছে তাতে আমরা মর্মাহত। এটা সংবাদপত্র শিল্পের কণ্ঠরোধের সামিল। আমরা এ ধরনের ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি দাবি করছি।’ একই সাথে অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে হুঁশিয়ারি দেন বক্তারা।

এছাড়াও এক যোগে ভোলার সাত উপজেলায় রোজিনার ইসলামকে হেনস্তা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। এর আগে সকাল ১০ টায় প্রেসক্লাবের সামনে ভোলা প্রথম আলো বন্ধু সভার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস