ভিয়েনা ১১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণা প্রকল্প বাস্তবায়নে চুক্তি সম্পন্ন লালমোহনে গণভোটের হ্যাঁ-না’কে কেন্দ্র করে বিএনপি–জামায়াত মুখোমুখি টাঙ্গাইলে ৩শ’ শিক্ষককে সংবর্ধনা ফ্যাসিবাদের সহযোগীরাই ‘না’ ভোট চাচ্ছে : স্থানীয় সরকার উপদেষ্টা দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের অস্ট্রিয়ায় রেকর্ড, ১৪,০০০ অভিবাসন প্রত্যাশীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের প্রতিনিধি নির্বাচন করুন- ভাষানটেকে তারেক রহমান ভারতের অধিকাংশ পণ্যে জিএসপি সুবিধা স্থগিত করেছে ইইউ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শীতকালীন তীব্র ঝড় ও মারাত্মক ঠান্ডার সতর্কতা সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম ত্রিপক্ষীয় বৈঠক আমিরাতে

করোনায় সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু’র মৃত্যুবরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
  • ৩৮ সময় দেখুন

রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী,প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর শোক প্রকাশ

বাংলাদেশ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক আইনমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খসরু করোনা আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকাল ৫ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মতিন খসরুর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

বুধবার ১৪ এপ্রিল বিকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করে তার জুনিয়র (সহকারী আইনজীবী) ও ভাগ্নে তাসলিম আহমেদ খান সাগর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বুধবার বিকাল ৫ টায় তার মৃত্যু ঘোষণা করেন চিকিৎসকরা।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৬ মার্চ সকালে সিএমএইচে ভর্তি হন আবদুল মতিন খসরু। তবে শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৫ মার্চ রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থায় উন্নতি হওয়ায় ৩১ মার্চ কেবিনে দেওয়া হয়। এরপর তার করোনা পরীক্ষায় গত ১ এপ্রিল নেগেটিভ রিপোর্ট আসে তাঁর। কিন্তু হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হলে ৬ এপ্রিল তাঁকে ফের আইসিইউতে নেওয়া হয়। তারপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

মতিন খসরুর জন্ম ১৯৫০ সালের ১২ ফেব্রুয়ারি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর গ্রামে। জনাব মতিন খসরু ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং কুমিল্লা জেলার অবিভক্ত বুড়িচং থানার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন তিনি।

১৯৭৮ সালে কুমিল্লা জজ কোর্টে আইন পেশায় যুক্ত হন মতিন খসরু। পরে ১৯৮২ সাল থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে নিয়মিত প্র্যাকটিস শুরু করেন তিনি। পাশাপাশি রাজনীতিতে সক্রিয় থেকে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন অনেক দিন।

মতিন খসরু আইনমন্ত্রী থাকাকালে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচারের পথ খোলা হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিন খসরু কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনে পাঁচবারের সংসদ সদস্য ছিলেন। ১৯৯৬-২০০১ আওয়ামী লীগ সরকারে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সম্প্রতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে তিনি সভাপতি নির্বাচিত হন। তিনি বিএনপি সমর্থক প্রার্থী ফজলুর রহমানকে পরাজিত করেন। গত সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। সভায় নবনির্বাচিত কমিটির কাছে সুপ্রিম কোর্ট বারের দায়িত্ব হস্তান্তর করা হয়। তবে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন থাকায় নবনির্বাচিত সভাপতি ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু অংশ নিতে পারেননি।

তার ভাগ্নে তাসলিম সংবাদ মাধ্যমকে বলেন, মতিন খসরুর মরদেহ বৃহস্পতিবার ভোরে বকশীবাজারে নেওয়া হবে। সেখানে সকাল ৭টায় বাসা সংলগ্ন মসজিদ প্রাঙ্গণ অথবা আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা হবে বলে পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে।

এরপর বেলা ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে মরদেহ কুমিল্লায় নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ জোহর বুড়িচং ও পরে ব্রাহ্মণপাড়ায় জানাজা শেষে তাকে সমাহিত করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

আমরাও ইউরো বাংলা টাইমস পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ।

বা ডে /ব্যবস্থাপনা সম্পাদক

Tag :
জনপ্রিয়

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণা প্রকল্প বাস্তবায়নে চুক্তি সম্পন্ন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনায় সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু’র মৃত্যুবরণ

আপডেটের সময় ০৩:২০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১

রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী,প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর শোক প্রকাশ

বাংলাদেশ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক আইনমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খসরু করোনা আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকাল ৫ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মতিন খসরুর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

বুধবার ১৪ এপ্রিল বিকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করে তার জুনিয়র (সহকারী আইনজীবী) ও ভাগ্নে তাসলিম আহমেদ খান সাগর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বুধবার বিকাল ৫ টায় তার মৃত্যু ঘোষণা করেন চিকিৎসকরা।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৬ মার্চ সকালে সিএমএইচে ভর্তি হন আবদুল মতিন খসরু। তবে শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৫ মার্চ রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থায় উন্নতি হওয়ায় ৩১ মার্চ কেবিনে দেওয়া হয়। এরপর তার করোনা পরীক্ষায় গত ১ এপ্রিল নেগেটিভ রিপোর্ট আসে তাঁর। কিন্তু হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হলে ৬ এপ্রিল তাঁকে ফের আইসিইউতে নেওয়া হয়। তারপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

মতিন খসরুর জন্ম ১৯৫০ সালের ১২ ফেব্রুয়ারি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর গ্রামে। জনাব মতিন খসরু ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং কুমিল্লা জেলার অবিভক্ত বুড়িচং থানার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন তিনি।

১৯৭৮ সালে কুমিল্লা জজ কোর্টে আইন পেশায় যুক্ত হন মতিন খসরু। পরে ১৯৮২ সাল থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে নিয়মিত প্র্যাকটিস শুরু করেন তিনি। পাশাপাশি রাজনীতিতে সক্রিয় থেকে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন অনেক দিন।

মতিন খসরু আইনমন্ত্রী থাকাকালে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচারের পথ খোলা হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিন খসরু কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনে পাঁচবারের সংসদ সদস্য ছিলেন। ১৯৯৬-২০০১ আওয়ামী লীগ সরকারে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সম্প্রতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে তিনি সভাপতি নির্বাচিত হন। তিনি বিএনপি সমর্থক প্রার্থী ফজলুর রহমানকে পরাজিত করেন। গত সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। সভায় নবনির্বাচিত কমিটির কাছে সুপ্রিম কোর্ট বারের দায়িত্ব হস্তান্তর করা হয়। তবে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন থাকায় নবনির্বাচিত সভাপতি ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু অংশ নিতে পারেননি।

তার ভাগ্নে তাসলিম সংবাদ মাধ্যমকে বলেন, মতিন খসরুর মরদেহ বৃহস্পতিবার ভোরে বকশীবাজারে নেওয়া হবে। সেখানে সকাল ৭টায় বাসা সংলগ্ন মসজিদ প্রাঙ্গণ অথবা আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা হবে বলে পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে।

এরপর বেলা ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে মরদেহ কুমিল্লায় নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ জোহর বুড়িচং ও পরে ব্রাহ্মণপাড়ায় জানাজা শেষে তাকে সমাহিত করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

আমরাও ইউরো বাংলা টাইমস পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ।

বা ডে /ব্যবস্থাপনা সম্পাদক