ভিয়েনা ০৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফ্যাসিবাদের সহযোগীরাই ‘না’ ভোট চাচ্ছে : স্থানীয় সরকার উপদেষ্টা দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের অস্ট্রিয়ায় রেকর্ড, ১৪,০০০ অভিবাসন প্রত্যাশীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের প্রতিনিধি নির্বাচন করুন- ভাষানটেকে তারেক রহমান ভারতের অধিকাংশ পণ্যে জিএসপি সুবিধা স্থগিত করেছে ইইউ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শীতকালীন তীব্র ঝড় ও মারাত্মক ঠান্ডার সতর্কতা সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম ত্রিপক্ষীয় বৈঠক আমিরাতে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট বয়কট ট্রাম্প নিজেকে স্বৈরশাসক বলে দাবি করলেন ঝিনাইদহের হাসপাতালগুলোতে জলাতঙ্কের টিকা সংকট

বিএনপি সরকারের সময় সারের দাবীতে কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে -মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
  • ৪২ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,পিরোজপুর: মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেন,গত বিএনপি সরকারের সময় সারের দাবীতে কৃষককে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে।কিন্তু শেখ হাসিনার সরকার কৃষক বান্ধব সরকার । আর এজন্যই তিনি যখনই ক্ষমতায় থাকেন তখনই কৃষকে বিনা মূল্যে সার, কিটনাশক সহ কৃষি যন্ত্রপাতি প্রদান করেন। আজ বাংলাদেশ প্রাণীজ আমিষ সহ খাদ্যে স্বয়ং সম্পূর্ন। আর এটা একমাত্র শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে। তিনি এদেশের কৃষকদের জন্য কোন ধরনের ব্যাংক একাউন্ট বা জমানো টাকা ছাড়া কৃষিঋন প্রদান করছেন। গত এক বছরেরও বেশী সময় করোনার ভয়াবহ এ পরিস্থিতিতে বিশ্বের সকল দেশ অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হলেও বাংলাদেশ তাদের উন্নয়ন চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিও সার-বীজ প্রদান অনুষ্ঠানে প্রদান অতিথি হিসাবে ভার্চুয়াল বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

নাজিরপুর উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষিকর্মকর্তা দ্বিগবিজয় হাজরা, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া, মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মো. সুলতান মাহামুদ খান প্রমুখ।

এ সময় বিনামূল্যে ৮শত কৃষককে প্রত্যেককে ৫ কেজি করে বীজ ও ১০ কেজি করে সার প্রদান করা সহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি প্রদান করেন।এ সময় মন্ত্রী আরো বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান এদেশের কৃষকদের অধিকার আদায়ে আজীব সংগ্রাম করেছেন। তাই তারই কন্যা শেখ হাসিনা কৃষকদের সকল সুযোগ সুবিধা প্রদান করছেন। আজ বাংলাদেশের করোনার এ ভয়াবহ পরিস্থিতিতেও কিছু স্বার্থবাজ লোক তাদের রাজনৈতিক ও সাম্প্রদায়িক শক্তিকে প্রকাশ করতে হেফাজতের ছত্রছায়ায় দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে।

এইচ এম লাহেল মাহমুদ/

Tag :
জনপ্রিয়

ফ্যাসিবাদের সহযোগীরাই ‘না’ ভোট চাচ্ছে : স্থানীয় সরকার উপদেষ্টা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপি সরকারের সময় সারের দাবীতে কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে -মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

আপডেটের সময় ১১:২৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,পিরোজপুর: মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেন,গত বিএনপি সরকারের সময় সারের দাবীতে কৃষককে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে।কিন্তু শেখ হাসিনার সরকার কৃষক বান্ধব সরকার । আর এজন্যই তিনি যখনই ক্ষমতায় থাকেন তখনই কৃষকে বিনা মূল্যে সার, কিটনাশক সহ কৃষি যন্ত্রপাতি প্রদান করেন। আজ বাংলাদেশ প্রাণীজ আমিষ সহ খাদ্যে স্বয়ং সম্পূর্ন। আর এটা একমাত্র শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে। তিনি এদেশের কৃষকদের জন্য কোন ধরনের ব্যাংক একাউন্ট বা জমানো টাকা ছাড়া কৃষিঋন প্রদান করছেন। গত এক বছরেরও বেশী সময় করোনার ভয়াবহ এ পরিস্থিতিতে বিশ্বের সকল দেশ অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হলেও বাংলাদেশ তাদের উন্নয়ন চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিও সার-বীজ প্রদান অনুষ্ঠানে প্রদান অতিথি হিসাবে ভার্চুয়াল বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

নাজিরপুর উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষিকর্মকর্তা দ্বিগবিজয় হাজরা, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া, মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মো. সুলতান মাহামুদ খান প্রমুখ।

এ সময় বিনামূল্যে ৮শত কৃষককে প্রত্যেককে ৫ কেজি করে বীজ ও ১০ কেজি করে সার প্রদান করা সহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি প্রদান করেন।এ সময় মন্ত্রী আরো বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান এদেশের কৃষকদের অধিকার আদায়ে আজীব সংগ্রাম করেছেন। তাই তারই কন্যা শেখ হাসিনা কৃষকদের সকল সুযোগ সুবিধা প্রদান করছেন। আজ বাংলাদেশের করোনার এ ভয়াবহ পরিস্থিতিতেও কিছু স্বার্থবাজ লোক তাদের রাজনৈতিক ও সাম্প্রদায়িক শক্তিকে প্রকাশ করতে হেফাজতের ছত্রছায়ায় দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে।

এইচ এম লাহেল মাহমুদ/