আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়ায় এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে যারাই আসছেন তাদের কঠোর স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বৃটিশ সংবাদ মাধ্যম জানিয়েছে, থাইল্যান্ডের তিনটি বিমানবন্দরে পশ্চিমবঙ্গ থেকে যেসব ফ্লাইট আসছে সেগুলোর যাত্রীদের বাড়তি স্ক্রিনিং করা হচ্ছে।
এছাড়া নেপালের কাঠমান্ডু বিমানবন্দরেও পশ্চিমবঙ্গ থেকে আসা ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি জোরদার করা হয়েছে। এরসঙ্গে ভারতের সঙ্গে স্থলবন্দরগুলোতেও কড়াকড়ি আরোপ করেছে তারা।
পশ্চিমবঙ্গে এ মাসের শুরুতে পাঁচজন স্বাস্থ্যকর্মী নিপাহ ভাইরাসে আক্রান্ত হন। এরপর তাদের সংস্পর্শে আসা ১১০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
নিপাহ ভাইরাস প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াতে পারে। এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার অনেক বেশি। যারা আক্রান্ত হন তাদের ৪০ থেকে ৭০ শতাংশই প্রাণ হারান। পৃথিবীতে এ মুহূর্তে নিপাহ ভাইরাসের কোনো ভ্যাকসিন বা ওষুধ নেই।
নিপাহ ভাইরাস মূলত শূকর এবং বাদুর থেকে মানুষের শরীরে ছড়ায়। এছাড়াও খাবারের মাধ্যমে মানুষ থেকে মানুষের শরীরেও এ ভাইরাস ছড়ায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বে যে ১০টি রোগকে প্রাধান্য দিয়ে থাকে। তার মধ্যে একটি নিপাহ ভাইরাস। কারণ এ রোগ মহামারিতে পরিণত হতে পারে। নিপাহ ভাইরাসের সুপ্তিকাল ৪ থেকে ১৪ দিন হয়।
কবির আহমেদ/ইবিটাইমস/এম আর




















