ভিয়েনা ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্প নিজেকে স্বৈরশাসক বলে দাবি করলেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৮ সময় দেখুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে স্বৈরশাসক হিসেবে অভিহিত করে বলেন, মাঝে মাঝে স্বৈরশাসকের প্রয়োজন হয়

আন্তর্জাতিক ডেস্কঃ বুধবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে বক্তব্য দেওয়ার পর তিনি এমন মন্তব্য করেন। ট্রাম্প মূলত বোঝাতে চেয়েছেন যে, শক্তহাতে দেশ চালাতে হলে মাঝে মাঝে স্বৈরশাসকের মতো হতে হয়।

প্রেসিডেন্ট আরো বলেন, “আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে আমার বক্তব্য বেশ দারুণ ছিল। আমরা ভালো সুনাম পাচ্ছি। আমি বিশ্বাস করতে পারছি না, ওই বক্তব্যে আমরা ভালো সুনাম পেয়েছি।

সাধারণত তারা (সমালোচকরা) বলে, তিনি (ট্রাম্প) একজন স্বৈরশাসকের মতো ব্যক্তি, ‘আমি স্বৈরশাসক, কিন্তু মাঝে মাঝে আপনার স্বৈরশাসক প্রয়োজন হয়। কিন্তু অবাক করার বিষয় এবার তারা আমাকে নিয়ে সেসব কিছুই বলেনি।”

এর আগে ২০২৫ সালের আগস্টে ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্রের মানুষ তাকে স্বৈরশাসক ডাকে। কিন্তু মার্কিনিরা সাধারণত স্বৈরশাসককে পছন্দ করে। তিনি বলেন, “তারা বলে, আমাদের তাকে দরকার নেই। আমাদের দরকার স্বাধীনতা, স্বাধীনতা। ট্রাম্প একজন স্বৈরশাসক। অনেক মানুষ বলছে, ‘আমরা হয়ত একজন স্বৈরশাসককে পছন্দ করি।’”

তবে সঙ্গে সঙ্গেই আবার বলেছিলেন, “আমি স্বৈরশাসক পছন্দ করি না। আমি স্বৈরশাসক নই। আমি একজন সাধারণ বুদ্ধিসম্পন্ন এবং স্মার্ট মানুষ।”

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর  

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ট্রাম্প নিজেকে স্বৈরশাসক বলে দাবি করলেন

আপডেটের সময় ০৫:৫২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে স্বৈরশাসক হিসেবে অভিহিত করে বলেন, মাঝে মাঝে স্বৈরশাসকের প্রয়োজন হয়

আন্তর্জাতিক ডেস্কঃ বুধবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে বক্তব্য দেওয়ার পর তিনি এমন মন্তব্য করেন। ট্রাম্প মূলত বোঝাতে চেয়েছেন যে, শক্তহাতে দেশ চালাতে হলে মাঝে মাঝে স্বৈরশাসকের মতো হতে হয়।

প্রেসিডেন্ট আরো বলেন, “আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে আমার বক্তব্য বেশ দারুণ ছিল। আমরা ভালো সুনাম পাচ্ছি। আমি বিশ্বাস করতে পারছি না, ওই বক্তব্যে আমরা ভালো সুনাম পেয়েছি।

সাধারণত তারা (সমালোচকরা) বলে, তিনি (ট্রাম্প) একজন স্বৈরশাসকের মতো ব্যক্তি, ‘আমি স্বৈরশাসক, কিন্তু মাঝে মাঝে আপনার স্বৈরশাসক প্রয়োজন হয়। কিন্তু অবাক করার বিষয় এবার তারা আমাকে নিয়ে সেসব কিছুই বলেনি।”

এর আগে ২০২৫ সালের আগস্টে ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্রের মানুষ তাকে স্বৈরশাসক ডাকে। কিন্তু মার্কিনিরা সাধারণত স্বৈরশাসককে পছন্দ করে। তিনি বলেন, “তারা বলে, আমাদের তাকে দরকার নেই। আমাদের দরকার স্বাধীনতা, স্বাধীনতা। ট্রাম্প একজন স্বৈরশাসক। অনেক মানুষ বলছে, ‘আমরা হয়ত একজন স্বৈরশাসককে পছন্দ করি।’”

তবে সঙ্গে সঙ্গেই আবার বলেছিলেন, “আমি স্বৈরশাসক পছন্দ করি না। আমি স্বৈরশাসক নই। আমি একজন সাধারণ বুদ্ধিসম্পন্ন এবং স্মার্ট মানুষ।”

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর