জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ বাজারে তৃপ্তি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে রুটি তৈরির অপরাধে কারখানার মালিক নিতাই চন্দ্র রায় কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার, ভূমি মো. রেজওয়ানুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লালমোহন থানা পুলিশ ও সহকারী কমিশনার ভূমি এর সিও মো. মাসুদ আলম প্রমুখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক বলেন, জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, স্বাস্থ্যকর খাদ্য ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়মের মধ্যে পরিচালনা করতে হবে। ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















