ভিয়েনা ০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পুতিনের বাসভবনে হামলার কোনো প্রমাণ নেই : ইউক্রেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৩০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ড্রোন হামলা চালানোর বিষয়ে ইউক্রেনের জড়িত থাকার কোনো ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ নেই বলে জানিয়েছে কিয়েভ।

একই সঙ্গে ইউক্রেন মঙ্গলবার আরও অভিযোগ করেছে যে যুদ্ধ অবসানের আলোচনা বাধাগ্রস্ত করার জন্যই মস্কো এই মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এদিকে, ইউক্রেনের মিত্ররাও রাশিয়ার এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।

মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্টের সূত্র মতে, ইউক্রেন কর্তৃক পুতিনের বাসভবনে ড্রোন হামলা সংক্রান্ত ক্রেমলিনের অভিযোগের কোনো শক্ত প্রমাণ নেই।

এমনকি অংশীদারদের সঙ্গে তথ্য যাচাই করার পরও তা সমর্থনযোগ্য মনে হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার এই দাবিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন।

তিনি জানিয়েছেন, তিনি ৬ জানুয়ারি ফ্রান্সে কিয়েভের মিত্র দেশগুলোর নেতাদের সঙ্গে শান্তি প্রচেষ্টাগুলো পুনরায় জোরদার করার জন্য বৈঠক করবেন।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপে ইউক্রেনের নেতা আবারও দাবি করেন, পুতিনের বাসভবনে কোন ড্রোন হামলা চালানো হয়নি।

এটি যাচাই করার জন্য তিনি অংশীদারদের প্রতি আহ্বান জানান।

ভলোদিমির জেলেনস্কি আরও বলেন, আমাদের আলোচনাকারী দল আমেরিকান দলের সঙ্গে যোগাযোগ করেছে, তারা বিস্তারিত পর্যালোচনা করেছে এবং আমরা বুঝতে পারি যে রাশিয়ার দাবি ভুয়া।

ক্রেমলিন গতকাল মঙ্গলবার জানিয়েছে, তারা নভগোরোদ অঞ্চলে পুতিনের বাসভবনে ড্রোন হামলাকে একটি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ ও ‘পুতিনের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ’ বলে মনে করছে।

তবে তারা জানিয়েছে যে, তাদের দাবির পক্ষে তারা কোন প্রমাণ দিতে পারবে না। কারণ সব ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করা হয়েছে।

ক্রেমলিন আরও জানিয়েছে, রাশিয়ান সেনাবাহিনী ইউক্রেনের বিরুদ্ধে ‘কীভাবে, কখন ও কোথায়’ প্রতিশোধ নেবে, তা বেছে নিয়েছে এবং মস্কো এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ‘ইউরোপের সবচেয়ে ভয়াবহ’ এই সংঘাতের অবসান ঘটাতে আলোচনায় তার অবস্থানকে আরও ‘কঠোর’ করবে।

রাশিয়া প্রায় চার বছর ধরে প্রায় প্রতিদিনই ইউক্রেনে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে, যার ফলে হাজার হাজার মানুষ হতাহত হয়েছে।
ঢাকা//এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পুতিনের বাসভবনে হামলার কোনো প্রমাণ নেই : ইউক্রেন

আপডেটের সময় ১২:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

ইবিটাইমস ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ড্রোন হামলা চালানোর বিষয়ে ইউক্রেনের জড়িত থাকার কোনো ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ নেই বলে জানিয়েছে কিয়েভ।

একই সঙ্গে ইউক্রেন মঙ্গলবার আরও অভিযোগ করেছে যে যুদ্ধ অবসানের আলোচনা বাধাগ্রস্ত করার জন্যই মস্কো এই মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এদিকে, ইউক্রেনের মিত্ররাও রাশিয়ার এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।

মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্টের সূত্র মতে, ইউক্রেন কর্তৃক পুতিনের বাসভবনে ড্রোন হামলা সংক্রান্ত ক্রেমলিনের অভিযোগের কোনো শক্ত প্রমাণ নেই।

এমনকি অংশীদারদের সঙ্গে তথ্য যাচাই করার পরও তা সমর্থনযোগ্য মনে হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার এই দাবিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন।

তিনি জানিয়েছেন, তিনি ৬ জানুয়ারি ফ্রান্সে কিয়েভের মিত্র দেশগুলোর নেতাদের সঙ্গে শান্তি প্রচেষ্টাগুলো পুনরায় জোরদার করার জন্য বৈঠক করবেন।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপে ইউক্রেনের নেতা আবারও দাবি করেন, পুতিনের বাসভবনে কোন ড্রোন হামলা চালানো হয়নি।

এটি যাচাই করার জন্য তিনি অংশীদারদের প্রতি আহ্বান জানান।

ভলোদিমির জেলেনস্কি আরও বলেন, আমাদের আলোচনাকারী দল আমেরিকান দলের সঙ্গে যোগাযোগ করেছে, তারা বিস্তারিত পর্যালোচনা করেছে এবং আমরা বুঝতে পারি যে রাশিয়ার দাবি ভুয়া।

ক্রেমলিন গতকাল মঙ্গলবার জানিয়েছে, তারা নভগোরোদ অঞ্চলে পুতিনের বাসভবনে ড্রোন হামলাকে একটি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ ও ‘পুতিনের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ’ বলে মনে করছে।

তবে তারা জানিয়েছে যে, তাদের দাবির পক্ষে তারা কোন প্রমাণ দিতে পারবে না। কারণ সব ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করা হয়েছে।

ক্রেমলিন আরও জানিয়েছে, রাশিয়ান সেনাবাহিনী ইউক্রেনের বিরুদ্ধে ‘কীভাবে, কখন ও কোথায়’ প্রতিশোধ নেবে, তা বেছে নিয়েছে এবং মস্কো এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ‘ইউরোপের সবচেয়ে ভয়াবহ’ এই সংঘাতের অবসান ঘটাতে আলোচনায় তার অবস্থানকে আরও ‘কঠোর’ করবে।

রাশিয়া প্রায় চার বছর ধরে প্রায় প্রতিদিনই ইউক্রেনে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে, যার ফলে হাজার হাজার মানুষ হতাহত হয়েছে।
ঢাকা//এসএস